
ঈশ্বর হতে চাই
আঁধারের সাথে সখ্যতা উজ্জ্বলতা হারিয়েছে হারানো পথগুলোয় প্রতিমুহুর্ত সহ্যসীমা অতিক্রমে অভ্যস্থ জীবন নিজের সাথে যুঝে চলে সমঝোতা। মলিনতায় ঢেকে গ্যাছে হারিয়ে ফেলা গন্তব্য তবু মায়ার বাঁধনে চেয়ে থাকে পথ। আমি ঈশ্বর নই, লিখতে পারিনি নিজ হস্তরেখা, তাই ঈশ্বর প্রচেষ্টায় সাদা কাগজে বারবার লেখা, মোছা, ঘষা, মাজা ... দাগ পড়ে থাকে দুটো শব্দে 'ভালবাসি' 'ঘৃণা করি'। ঈশ্বর হতে পারিনি নিজের মনের তাই আঁধারেই গড়েছি সখ্যতা, মিটিয়ে দেয়া পথেই বারবার দাঁড়িয়েছি জুড়ে থাকা সময়গুলোতে ফিরেছি অচেতনে, হারিয়েছে সব, যেন আমাকেই হারিয়ে এসেছি সযত্নে! তার হয়েও তার হয়নি যা বয়ে নিয়েছি নিজ দায়ে, তাই নিজের সীমাই অতিক্রম করার অভিপ্রায় সমঝোতাতেই বেঁধেছি আশ্বাস। ভার হয়ে আসা জীবনে একবার ঈশ্বর হতে চাই, ফিরলেও ফিরতে পারি সেই অমিমাংশিত অধ্যায়ে। ভুলে থাকবার জন্য যে কাঠিন্যতা ধারণ করা তাতে একবার ঈশ্বর হয়ে তাকে কাঁদাব মন খুলে।
ঢাকা ।
সুচিন্তিত মতামত দিন