শামীম পারভেজ
sobdermichil
সেপ্টেম্বর ০৫, ২০১৩
ফুটপাথ
ফুটপাথে চলি মোরা
ফুটপাথে করি বাস
ফুটপাথেই নিদ্রা যাই
ফুটপাথেই ফেলি শ্বাস ।
ফুটপাথেই করি আহার
ফুটপাথেই খেলা করি
ফুটপাথেই তুলি সুর
ফুটপাথেই জীবন গড়ি।
ফুটপাথেই বড় হই
ফুটপাথেই পাতি হাত
ফুটপাথেই আয় ব্যয়
ফুটপাথই দিন রাত ।
ঢাকা ।
সুচিন্তিত মতামত দিন