শামীম পারভেজ







ফুটপাথ



ফুটপাথে চলি মোরা
ফুটপাথে করি বাস
ফুটপাথেই নিদ্রা যাই
ফুটপাথেই ফেলি শ্বাস ।

ফুটপাথেই করি আহার
ফুটপাথেই খেলা করি
ফুটপাথেই তুলি সুর
ফুটপাথেই জীবন গড়ি।

ফুটপাথেই বড় হই
ফুটপাথেই পাতি হাত
ফুটপাথেই আয় ব্যয়
ফুটপাথই দিন রাত ।

ঢাকা ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.