মনিরা বাকী







জ্যোত্স্না বিষাদ



নির্মেঘ দিন কেটে যাক রাতগুলো হোক
জ্যোৎস্না মালায় গাঁথা ।
আঁধারের মিহি সুতোয় পড়ল বাঁধা,
ঝিকি মিকি তারার আলোয়
ঝিঁ ঝিঁর গলা সাধা ।

রুপালি ঐ রূপোর থালায়
চাঁদের বুড়ি সাজিয়ে বরণ ডালা ।
ক্ষণকাল পথ চেয়ে কার
ভাষায় মেঘের ভেলা ?

নিশুথ এই রাতের তীরে
আঁধারের পাঁজর চিঁরে উপচে পড়া ঢেউ
জ্যোৎস্নারা সব মাতম করে
কোথাও নেই তো কেউ !

রঙধনুর ঐ সাতটি রঙে
বিষণ্ণতায় বাঁধা ।
দিনের আলোয় জলের ছবি
রাতগুলো সব সাদা ।

কুষ্টিয়া ।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.