ফারহানা খানম





দায়হীন মোহ 



অভিমান নয়,
সুনিশ্চিত বিচ্ছেদ সুস্থির চিত্তে
স্বাদ বদলের খেলা  ;
প্রেমের গালিচা ধুলোবালি মোড়া
সুখপাঠ্য শব্দের বিন্যাসে স্পষ্ট উচ্চারণ !
বুঝিনি  এ ছিল অস্তিত্বের অস্বীকৃত  মোহ
 দায়হীণ প্রেম ,
 নির্বিকার বিষণ্ণতা গ্রাস করে মন
স্পষ্ট ব্ল্যাকআওট !  ভুল কিছু পংতিমালা লিখে
নিজেকে সরিয়ে নিলে ।

এ বন্যতা তোমাকেই শুধু মানায়
 দুচোখে ঘনীভূত মেঘ
ঝড়ের মতন দোর্দণ্ড প্রতাপে এলোমেলো কর
মনোভূমি !

ঢাকা ।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.