“মা”
“মা” ওগো “মা” তুমি আমার গর্ভধারিনী মা,
জানিনা তোমার ছেলের ত্রুটি করেছ কি ক্ষমা।
আল্লাহর কাছে করি আরাধনা, করি এই প্রার্থনা,
সালাম জানাই আত্মার মাগফিরাত করি কামনা।
আজ তুমি নেই এভুবনে শূন্য হৃদয় তোমায় বিহনে,
এ পৃথিবী হাহাকার অন্তর ছারখার কষ্টের দাহনে।
তোমার আদর স্নেহ পেয়ে জ্ঞান গরিমায় বড় হয়ে,
এখন মাগো পাইনা খুজে সেবা যত্ন করতে গিয়ে।
মাগো তোমার আচল ছায়ায়,থাকতাম কত মায়ায়,
শীতল কোলেতে ঘুম পড়াতে হাত বুলিয়ে মাথায়।
মা’ মা বলে ডাকতাম আমি কোকিল ছানার সুরে,
পাগলবেশে ছূঁটেএসে কোলে নিয়ে রাখতে না দূরে।
সকাল সাঝে স্মৃতির ভাজে মাগো তোমায় খুজে মরি,
ভোর রাতে প্রার্থনাতে “মাগো” তোমার নামটি স্মরি।
“মাগো” জনম জনম রাখবো মনে এই প্রতিজ্ঞা করি,
তোমার আদেশ-নির্দেশ চলবো মেনে সারাজীবন ধরি।
“কলম”
“কলম” তুমি জনম জনম থাক যার সাথে,
সেই বিদ্ব্যান, সেই জ্ঞানী, শ্রেষ্ঠ দুনিয়াতে।
জ্ঞান বিদ্যা যাহার ভিতর আছে একটুখানি,
জগতটাকে চিনতে পারে আমরা এটা জানি।
কলমের জোরে জনম ধরে জ্ঞানী বৈজ্ঞানিক,
হতে পারে কবি সাহিত্যিক আরো দার্শনিক।
শ্রষ্টার সৃষ্টির মহিমা, যার নেই কোন তুলনা,
এই বিশ্বকে জানতে হলে জ্ঞানী হতে ভুলনা।
কলমের কালি শহীদের রক্তের চেয়ে পবিত্র,
যদি সেই বিদ্বান হয়, নিষ্পাপ তার চরিত্র।
শিক্ষিত হয়ে ডাক্তার মাষ্টার জজ ব্যারিষ্টার,
কলমের জোরে দেশ চালায় মন্ত্রী মিনিষ্টার।
কলম দিবে সত্য সুন্দর আলোকময় জীবন,
নামে-দামে জ্ঞানে-গুনে ভরে উঠবে এভূবন।
জ্ঞান অর্জনের জন্য ঘুরতে পারো সারাটা বিশ্ব,
যত শিখবে তত জানবে আল্লাহর সৃষ্টির রহস্য।
ঢাকা।
সুচিন্তিত মতামত দিন