ঝিলিমিলি








অপেক্ষা


এই বাতাসের বিশুদ্ধতা নাই
এলোপাথারিতে যা বইছে
দুঃখগুলো জটলা করে বলে ভেজালে মিশে গেছে তারাও
সুখের সীমানাতে সুখ নাই
যেন ফুটপাতে , বসে গেছে কাণ্ডজ্ঞানহীনের কারখানা ।

চাঁদের হাঁটের কোলাহল থেমে গেছে
জোৎস্না আসি বলে আর কথা রাখেনি …
খোঁজে পায়নি যে আর কোন ক্ষণ কথা রাখবার
চোখ যুগোল আজও অবিকল
তাকিয়ে  চাঁদের দিকেই  …।।


নিউজিল্যান্ড । 


একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

সুচিন্তিত মতামত দিন