ব্যানার্জী পর্না








তাসের ঘর




রাতের আঁধারে মনের পালকি চলতে শুরু করে কল্পনাগুলো বেশ – মুড়ির ঠোঙায় মশলা মাখানো তেল ঝাল নুন মিষ্টির অভাব নেই লেশমাত্র - চন্দ্রহন্তা শাপিত জোনাকিরা – একে একে চোখ খোলে ,নিশিপদ্মের চোখের পাতায় হাওয়ায় তৈরি বেহারাগুলো – কল্পনার খাতায় নাম লিখিয়েছে ।  ধারদেনা প্রচুর – তাই সব কল্পনাতেই সন্মতি তাদের , নির্বাক দর্শক পাহাড় পর্বত সমুদ্র পেরিয়ে , কল্পনা ঘর বাঁধে বালিয়াড়িতে তাসের ঘর । নিয়মের সংসারে অভাবের চিহ্ন বর্তমান – ঝড়ের আগমনী বার্তা নিয়ে আসে , লাল কাঁকড়ার দল । ঘরে ফেরে তারা - তাসের ঘর কল্পনাকে সঙ্গী করে – ঝড়ের চোখে চোখ রেখে তাকিয়ে এক দৃষ্টিতে ইতিহাসের নিশ্চিহ্নতার পাতায় – উঠবে নতুন নাম ..।

কলকাতা ।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.