
"তুমি নেই"
খুব ইচ্ছে করে-
তোমাকে নিয়ে একটা কবিতা লিখি
কিন্তু তোমাকে নিয়ে লিখা শুরু
করতে গেলেই আমার শব্দেরা সব
হারিয়ে যায়।
ইচ্ছে করে-
তোমার হাত ধরে অজানায়
হারিয়ে যাই
কিন্তু যখনই আমার হাতটি তোমার
দিকে বাড়াই তখন সামনে থাকে শুধুই
শূণ্যতা।
ইচ্ছে করে-
দু'চোখ বন্ধ করে শুধুই তোমার বুকের
ঘ্রাণ নিই
কিন্তু চোখ খুললেই আমি দেখতে পাই
তুমিহীনা ধূ-ধূ প্রান্তর।
সবশেষে ইচ্ছে করে-
কোন একদিন আচমকা পিছন থেকে এসে
তুমি শুধু আমাকেই জড়িয়ে ধরবে,
কিন্তু পিছন ফিরে আমি কোথাও
তোমাকে খুঁজে পাই না।
চট্টগ্রাম ।
ভালো
উত্তরমুছুনসুচিন্তিত মতামত দিন