
সময়ের প্রয়োজনেই
সময় তুমি প্রগাঢ় অন্ধকারের ঘনত্বে মিশে আছো কি?
তাকে বাড়িয়ে তুলতে যাই প্রেয়সীর বাড়ি,
আনমনা মন চঞ্চলে টানার ।
প্রেয়সী আমার বহু দূরের ,
কোন অজানার উজানমাটিতেই ভাটিয়ালীর গান শুনি,
সুরে সুরে স্তব করে যাই ঝাড়-বাতি-আলোর প্রস্তুতি বিহীনেই ।
ঘাস কাঁটা হয়ে যায় দিনের,
পাপড়িরা ঝরে পরে কুসুমসমেত,
ডানা ঝাপটিয়ে শেষ মেঘ বিন্দুরে ফেলে পাখিরা উড়ে পুনরায় ।
জানালার পর্দা কখনও দুলে,
ফাগুনের কথাগুলোকে গুনে গুনে তুলে,
মন হেসে নাচে রোদ্দুর মেলে দিয়েই,
আয়েসি ক্ষণেরা দীপ্র আসনের।
ব্যাস্ততার ভিড় উপেক্ষা করে ব্যাথার সাগর ,
দিন বসে সবার অলক্ষ্যে একাকি কাঁদে ,
গহীন রাতের চুপ করে থাকার কথাটি গুমরে উঠেছে বুকে ।
হিসাব চাপা পরে খবরের স্তুপে,
পাথরের বুকেও একরাশ কান্নার সমাধি ,
সেখানের ঘর বাড়ির শ্বাস প্রশ্বাসের ধুকধুক,
মুক্তির প্রয়াসে ।
আক্রোশ ভুলে যাও ,
সময়ের নাই কোন জবাব-তরীর আয়োজন ,
তুমি- আমি- সে মিলে একজন হলাম একমোহনার তীরের ,
সময়ের প্রয়োজনেই ।
নিউজিল্যান্ড ।
শুরুটাই যেন সব কথা বলে দেয় অন্তরের --
উত্তরমুছুনসুচিন্তিত মতামত দিন