Fugit Amor - পলাতকা প্রেম
এভাবেই রয়ে যেতে চাই
কুঁকড়োর সন্ত্রস্ত খুদ খোঁজাখুঁজি
কপিলার কান্নার রং ডুকরে ওঠা কোটালের বানে
ধর মাঝি, কলশী ধর, বুঝি ভেসে যায়
বিপ্রতীপ চোরা টান অস্তিত্বের কোটালে
যদি কেউ কুবেরের মত ডাক ছাড়ে -
তর লাইগ্যা পরানডা বড় পোড়ায় রে আবাগী
না মেটা আশের বালি
কতখানি ভাঙলে পাথর কত ধুলো উড়ে তবে পড়ে থাকে
কতখানি বালি
মরুভূমি শুধু জানে তার ইতিহাস
এ ভাবেই রয়ে যেতে চাই স্মৃতির অতীত থেকে
নিশ্চেষ্ট নয় নিয়তির মত কিছু যাপন আয়েনা ভেঙে
আসক্তির উত্তরাধিকারে
যদিও নিশ্চিত নষ্টনীড়ে
দৃশ্যত অবাস্তব কষ্ট গুলো কিছুতে মরে না
যতই ফুরাক আয়ু
পুড়ে যাওয়া কাঠ-গন্ধ
চন্দন ঘি আর অগুরুর সাথে
বুদ্ধপূর্ণিমার রাতে ঝামড়ে আসা চাঁদের আলোয়
ভুসো কালিমাখা
বিগতযৌবনা বেশ্যার গাঁথিব মালিকা এবে আবেদন
চুলে গন্ধরাজ গুঁজে ফিরে আসে
হ্লাদিনীর আবেদন নিয়ে
যেহেতু কোনদিন আর ফিরবে না এমন কথা সে দেয় নি কো তাই
টনটন করে ওঠে নির্দিষ্ট কোন শোক নয়
বড় বেদনার মত
লাস্যহীনা জিভকাটা অপ্সরাকে বুকে টানি
fugit Amor Fugit Amor
কটক ।
bah bah dada darun lekha...
উত্তরমুছুনসুচিন্তিত মতামত দিন