
অভিজ্ঞতা…দেখে শেখা
খুব ভালো লাগে বলেই দিতে চেয়েছিলে কষ্ট-কান্না অসময় ;
তাই নিয়েই বেশ আছি- ভাবনায় তুমি... গভীর ভালোবাসায় !
আমাকে নিঃসঙ্গ দুপুর দিতে চেয়েছিলে ব্যস্ততায় ;
আমি সেই দুপুরকেও ভালবেসেছি অনিচ্ছায় !
সবকিছুর সাথে মেনে নিতে বলেছিলে প্রেম জল্পনা ;
ভাগ হতে চাইনি বলে মানতে পারিনি অসম্ভব কল্পনা !
যদিও ‘বিশেষ-দিন’ ভুলে থাকি আজ ইচ্ছাকৃত ;
চেষ্টা করি মেনে-নিতে আর মানিয়ে-নিতে যথাযথ !
আমাকে ব্যস্ত রাখার সুযোগ দিয়েছ অহেতুক সমন,
দেখাদেখি আজ ব্যস্ত আমি কাজ-পাগল সময়-হীন ;
স্বাধীন থাক উন্মুক্ত পাখী খোলা আকাশ বিরামহীন !
আর কালো ছায়া হতে চাইনা স্বাধীন জীবন অসাড় ;
তিল-তিল প্রেম-হীন বঞ্চনা... কষ্ট সঞ্চিত অটুট পাহাড় !
আর চাইনা আতঙ্কের ‘রবিবার’... স্বপ্নভঙ্গ... অবহেলা ;
ছুত খুঁজে ঝগড়া-বিবাদ... প্রেম-হীন... হেলাফেলা !
যদিও জানার অদম্য কৌতূহল- প্রেমের নতুন পরিভাষা ;
হয়ত ফিরে পেতেই পারো- দেখে শেখা সম-ভালোবাসা !
দেরাদুন , উত্তরাখণ্ড ।
ভালো লাগলো ভীষণ ।
উত্তরমুছুনভালো লাগার জন্য অনেক ধন্যযোগ @ মল্লিকা সেন
উত্তরমুছুনসুচিন্তিত মতামত দিন