বিষাদ – শ্রাবণ
এখনও মধ্যরাতে বৃষ্টি পরে টুপটাপ , নিভৃতে অপেক্ষায় থাকি , যদি সে আসে –
আসবে আসবে করেও আজও সময় হয় নি তার ।
হয়তো তার না আসা মানায়। সময় এগিয়ে যায় নিভৃত দ্রুততায় ।
স্মৃতিপটে বিষাদ রাগিণীর বিপন্নতায় এক বৃষ্টি ভেজা দিন , যেদিন গৌর-মল্লারের সুর ঝঙ্কার ছিল প্রতিশ্রিবদ্ধ আজীবন সাথে থাকবার চিরন্তনী আশ্বাস।
আসলে এরকম হয় , কখনও কখনও কথা দিয়ে ভুলে যেতে হয় , যেমন আকাশের মাঝে রামধনু খুঁজতে গিয়ে কালো আঁধারের শূন্যতায় হারিয়ে ফেলতে হয় নিজেকে , ব্ল্যাঙ্ক পেপারে শব্দগুলো কে পরিপাটী ভাবে সাজাতে গেলে অগোছালো হয় জীবন – ঠিক তেমনই
এখন শুধু অসহায় মৌনতা , বৃষ্টি ভেজা আষাঢ় – শ্রাবন ছেড়ে আবার ফিরে আসা অসমাপ্ত গ্রীষ্মের মধ্যাহ্নে ।
মাঝে শুধু স্মৃতির সেতু-বন্ধন হয়তো এভাবেও ভুলে থাকা যায় ।।
কলকাতা ।
স্মৃতি পটে বিষাদ রাগিণীর বিপন্নতায় এক বৃষ্টি ভেজা দিন ---- সুন্দর রমান্থন ।
উত্তরমুছুনঅনেকদিনপরে আপনার লেখা পেলাম। বৃষ্টি ভেজা এক দিনের গল্পকথায় কার তরে অপেক্ষা ভাল লাগে।
উত্তরমুছুনঅনেক ধন্যবাদ আপনাকে , শুভেচ্ছা নেবেন ।
উত্তরমুছুনস্মৃতির সেতু বন্ধন হয়তো দৃঢ় বলেই ভাবনায় এতো আকুলতা । ভীষণ ভালো লিখেছেন বন্ধু । ভালো থাকুন ।
উত্তরমুছুনশব্দ মাধুর্যে ভাবের প্রকাশ অপূর্ব লাগলো কবি ।
উত্তরমুছুনসুচিন্তিত মতামত দিন