জিনাত জাহান খান








শারীরীক




ইটের নীচে লুকিয়ে থাকা ঘাস যেন শুকিয়ে বর্ণহীন। সবুজ ভুমি জুড়ে হলুদ নরম রোদ। ফুল ফোটার শব্দে সজাগ ইন্দ্রিয়। পথে ঝরে পড়া অসুখে পাতারা আমূল পাল্টায় নিজের বা অন্যের, আইন-কানুনের সমস্ত দেয়াল। যাপনের গূঢ় চাবিকাঠি খোঁজে যে ভ্রমণ, মনে হয় এক ঘর টপকিয়ে অন্য ঘরে আসা। মৃত্যু মহান বিচ্ছেদ, শেকড় পাল্টে নতুন দেখার বাসনায় সন্ধ্যাগুলোকে বেছে নেয়। যেখানে বাতাসে ভাসে আত্মজীবনী- গোপন নেশার শ্রুতিহীন অন্ধকার রাত। সম্পর্ক নিহিত মধ্যরাত, অবিরাম সবর্স্ব খোঁজে। শীত ঘুম ঝরে পড়ে ফুলেদের সাথে শরীরের অবিরাম পাতায় পাতায়।



ভঙুর আনন্দ



হারিয়ে ঘুম আমরা দুজনে নিশ্বাস শোষন করি নিঃশেষে । দুই হাত জেনেছে অন্ধকার ; ধাপে ধাপে ওঠা আনন্দগুলো নেমে আসে ঢালুতে আবার, স্বনিত হই ভাঙা গড়ার ছন্দে ।
পূর্নতার সেই প্রহরে চিন্তারা সব আলো হয়, বেঁচে উঠি তোমার মাঝে ছড়িয়ে যাই ভঙুর আনন্দে ।
অপেক্ষা হাঁটে অন্য কোন দিন ......



বরিশাল ।




একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

সুচিন্তিত মতামত দিন