ব্যানার্জী পর্না







“ভালোবাসা”



কাঁচের ওপারে ভালোবাসা বন্দী
অবয়েবের সাথে যুদ্ধ –কিংকর্তব্যবিমুর মৃত্যু
এদিকে,
টুকরো হওয়া আতিথ্যে –নিঃস্বতার চিহ্ন
হাতের তালুতে বাষ্প জমে এধার থেকে- ঘামের বিন্দু দাগ ফেলেছে কাঁচের ওপর
ভালোবাসা নগ্ন সুখপ্রায় –সহবাস আর উপবাস চলে একসাথে বুকের অন্য প্রান্তে
অচেনা স্পর্শ কোনটাই নয়-
তবে,
অশনিসঙ্কেত ছুঁয়েছে ভালবাসার আশঙ্খা
ঝাপসা কাঁচে – মূর্ছা অবয়েব
পৃথিবীর যত পার্থিব অপার্থিব সুখ আছে- শুষে নেয় কালের ভাঙ্গন – বুকের বিভাজিকায়
কৃষ্ণপক্ষে আকাশ জুড়ে অষ্টাদশীর চাঁদ ধুলোয় লুটায় –
অঝোরে ঝোড়ে চলেছে বরষা –
ভেজা মন,
জরাজীর্ণ দেহের আদর আহ্লাদ – ছাপ ফেলে প্রতিবিম্বে- কটাক্ষ করে
জীবনের ঘূর্ণিপাকে সাপ লুডো খেলা –
দেহের কাঠামোতে,
শুরু হল প্রথম মাটি ফেলা – “এর নাম ভালোবাসা” ...।।

কলকাতা ।


একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

সুচিন্তিত মতামত দিন