
"ভালোবাসার শেষ প্রহর!"
মেয়েদের রূপ আমি দেখিয়াছি,
তাই আমি মানুষের মুখ
খুঁজিতে চাইনাকো আর:
ভালোবাসায় ঘেমে উঠে প্রেয়সীর চোখে চেয়ে দেখি;
অর্থ বিত্ত ক্ষমতার তীব্র
লালসার চেয়ে বড়ো--
আর বেশি কিছু চায় নাকো সে! পায়ে তার পড়ে থাকে
মৃত সব প্রেমিকের স্তূপ!
মেয়েদের রঙে রেখায়
ঘাই হরিনীর মত ভালোবাসা করে থাকে চুপ!
পৃথিবীর রণ রক্ত সফলতার সত্যে তাহাদের ছায়া পড়িয়াছে;
তবুও পুরুষ সর্বস্বান্ত হতে
ভালোবেসে আসিয়াছে কাছে! এসে যে ভুল হল কত
বুঝিয়া বিস্ময়ে হতবাক হয়ে
তবু মানুষের মুখ-
খুঁজিয়াছে; তারপর থেকে মেয়েদের রূপ দেখিতে চাইনাকো আর!
মেয়েদের শরীর ছেনে
মানুষ কেবলি হিসেবী হয়ে ওঠে! থ্যাঁতা ইদুঁরের মতো
রক্ত মাখা ঠোঁটে
মানুষের হাতে মানুষ আহত হয় বারবার!
জীবনের হাটে মানুষের ঘাম- স্বপ্ন সাধ সাধনা নিয়ে তার,
হতেছে শিকার যতবার, শিহরণে ততবার মেয়েদের
মুখ শুধু ভেসে ওঠে!
ஐஐஐஐஐஐஐஐஐஐஐ
জীবনানন্দ কাব্যপ্রবাহ থেকে
ஐஐஐஐஐஐஐஐஐஐஐ
বর্ধমান ।
সুচিন্তিত মতামত দিন