আত্মগোপন
অগত্যা কৌতুহল ঝেড়ে বেরিয়ে পরে অযাচিত সমাধান, সদ্য পিষ্ট হওয়া ঝুলে থাকা বিশ্বাস জমাট বাধে অবাধ্য হৃদক্ষরণে, মুক্তির জানালা খোঁজে অতৃপ্ত আত্মা।
আবির্ভাব হাস্যকর রঙ্গমঞ্চের এর চেয়ে জরুরী ছিল রক্তপাত। গ্যাংগ্রিনের ভয়াবহতা নিঃশব্দে ক্ষত খুঁটে চলে অবর্ণনীয় যন্ত্রণা। অস্ফুটে বেরিয়ে আসে বোবা আর্তনাদ পেছনে ছুটে চলে মরিচিকা। সময়ের আক্ষেপ বাড়িয়ে দেয় অবাঞ্ছিত ব্যবধান, শোকগাঁথা মমি হয়ে পরে রয়, তীব্র ক্ষোভে আত্মহুতি দেয় সরল বিশ্বাস।
আজ সমরে চলে গেল দীর্ঘশ্বাস, যাবার আগে রচনা করে যায় বিস্তৃত বেদনার পটভূমি।।
ঢাকা ।
সুন্দর লাগলো ।
উত্তরমুছুনবেশ ভালো লাগলো
উত্তরমুছুনসুচিন্তিত মতামত দিন