ছায়া খুঁজি
সমুদ্রের নাভি হতে উড়ে যায় শূন্যে লুপ্তবোধে রূপবদল করা কিছু রূপালী মাছ। অভিন্ন আভাস খোঁজে চেতনায় জমে পড়া কিছু অভিজ্ঞতার ঝুলি।
ছায়াছবির ভীলেন হাসিতেও যায়নি ঢাকা গলে গলে পড়া টুপটাপ মনশব্দে ভালোবাসার অঝোর বৃষ্টি।
মানুষ রহস্যের মূল চাবিকাঠী শত্রুতা দেখে দেখে সঙ্গ ছেড়ে দূরে যাই কাছাকাছি থাকা সব মানুষ থেকে। আলোকচিত্রের মতো একফোঁটা আলো জ্বলছে দূর চোখে মগ্ন হই তবু মানুষের মাঝেই।
ছায়া খুঁজি করুনা খুঁড়ে খুঁড়ে, অস্পষ্ট বুকের কত নীচে মানুষের রক্ত ছায়া ...।
বরিশাল ।
সুচিন্তিত মতামত দিন