মনিরা বাকী








from: tanzir57@nokiamail.com
to: attarsanniddhe@gmail.com
date: Fri, Aug 23, 2013 at 3:50 PM
subject:  
signed-by: nokiamail.com



request u to reply, is there any poem of me that's granted ?
i think, i'll get replay soon 




1.জ্যোত্স্না বিষাদ
. . . . . .
নির্মেঘ দিন কেটে যাক রাতগুলো হোক
জ্যোৎস্না মালায় গাঁথা ।
আঁধারের মিহি সুতোয় পড়ল বাঁধা,
ঝিকি মিকি তারার আলোয়
ঝিঁ ঝিঁর গলা সাধা ।
রুপালি ঐ রূপোর থালায়
চাঁদের বুড়ি সাজিয়ে বরণ ডালা ।
ক্ষণকাল পথ চেয়ে কার
ভাষায় মেঘের ভেলা ?
নিশুথ এই রাতের তীরে
আঁধারের পাঁজর চিঁরে উপচে পড়া ঢেউ
জ্যোৎস্নারা সব মাতম করে
কোথাও নেই তো কেউ !
রঙধনুর ঐ সাতটি রঙে
বিষণ্ণতায় বাঁধা ।
দিনের আলোয় জলের ছবি
রাতগুলো সব সাদা


2.ফেলে আসা ভুলে

গুহার আঁধার ছেড়ে একদিন আলোতে এসে দেখো
ক্ষোভে ফেটে পড়া আগুনমুখীতে কে কাকে নিক্ষেপ করে ?
জোনাকির আলো ছেড়ে কার সাধ জাগে আগুনমুখী পতঙ্গ হবার ?
যদি ইচ্ছে করো ঠিক দৃশ্যটা দেখার;জানি পারবে ।
জেগে যে ঘুমাতে পারে, তাকে কি জাগানো যায় ?
তাই যাই না আর ওদিকে ।
ঘুমের শহর অচেনা হল; রোদের আঁচড়ে দগদগে হল ক্ষত !
তোমার অবিনাশী চোখ জুড়ে আজও এই দুটো চোখ অবনত !
ফোটে যত ফুল;গায় যত পাখি;পতঙ্গ মেলেছে ডানা,
দিকপাল তবু ঠিক হয়নি ও মন রয়ে গেল অজানা ।
গাংচিল ওরে; ওরে সাদা বক ভাবনারা রাশি রাশি
আজো মনে পড়ে সেদিনই তো ছিলাম দুজনেই পাশাপাশি ।।


3.নির্বোধ নদীর আত্ম কথন


সরলতার প্রতিমা দেখেছ তুমি;
দেখেছো প্রবাহিত হতে অনাবিল হিমস্রোত ।
দুকূল ছাপানো ঢেউ দেখেছো তুমি;
ভেবেছ নদীটা বড্ড নির্বোধ !
এবার কিভাবে ঘুরে গেছে দেখো চাকা,
বদলে গিয়েছে সময়ের রূপরেখা ।
এবার কেবল ঘৃণাকেই উগলাবো আমি,
তুমি নও আর তোমার স্মৃতিরা ঘুরে মরে বেনামে ।।


কবি মনিরা বাকী


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.