
স্বপ্নের কথা ... ...
১।
স্বপ্নের কঙ্কাল বলতে কিছু হাড় জিরজিরে স্মৃতি প্রকল্প। আমাদের স্বপ্ন নামক কোন নীল গালিচা নেই,নেই ইহলোক পরলোক ভেদাভেদ তত্ত্বের মাথা ব্যাথা।আমরা তাই অন্ধ গলিতে ছুটে যাই,রোজের মাতলামো খুঁজতে ।আমাদের আফিম নেশা নেই।
চিরন্তন মৃত্যুর চেয়ে আমরা রোজের মৃত্যুর মহরতেই মেতে থাকি।
২।
আমাদের শূন্য মাঠ ভরে গেছে রোজের কানাকানিতে।কৌণিক দুরত্ব মাপতে মাপতে বৃত্তে এসে সরল রেখা খুঁজেছি। পা পিছলে গেছ শুনে ছুটে যায়নি তুলে ধরতে। সিম কার্ড বদলেছি মনের মোবাইলে। রিংটোন দু বেলার অসুখ ঢাকে প্রেমের গানে,
আমরা তো গানের তালে মন নাচাতে ভালবাসি। মনের তালে গান বাজলে বেসুরো গীটার একতারা হয়ে যায়। আমাদের নাগরিকতায় যা কদাকার।
ক্রিকেট সিজিনে দাঁড়িয়ে আমরা তাই স্কোয়ারকাট খুঁজি।
পরিত্যক্ত ঠিকানা সন্ধানে মেলেনা, একথাটাই ভুলে যাই কেবল।
৩।
কুঁড়ে ঘর বানিয়েছ শুনেছি। প্রেমের বিছানায় না কঙ্কাল স্মৃতির শবে... জানিনা।
ফুলের গালিচার নাম দেবে বলেছিলে 'নবার্ক', নতুন সূর্য জন্ম অপেক্ষায় এক দেহে কাটিয়েছি কত রাত। আগুন উত্তাপ সহ্য করতে না পেরে আকাঙ্খিত ভ্রূণ মেরেছি টিপে টিপে। আমরা তবু সূর্য জন্মের প্রতিশ্রুতি দিয়েছিলাম।এখন পূর্ণিমার রাতে কুঁড়ে ঘরে জোনাকি কুড়োতে যাব।
অট্টালিকা আমাদের সূর্যাভ , তাকাতে পারিনি।
চোখ ঝলসে গিয়েছে আলো ফোটার আগেই ।।
কলকাতা ।
অপূর্ব ।
উত্তরমুছুনসুচিন্তিত মতামত দিন