ইমেল নাঈম








ভিন্ন সুর 



একটা দেশলাইয়ের কাঠি দপ করে জ্বলে ওঠে জানান দেয় অক্সিজেনের সংস্পর্শে জ্বালিয়ে দিতে পারে বিশ্ব ।
একটি ফুলের পাপড়ি ঝরলে প্রমাণ হয় প্রেম নশ্বর ।
একটি মানুষ কাঁধ ছুঁয়ে দিলে অনুরণিত হয় স্বপ্ন অতঃপর পথ বাতলে হারিয়ে যায় দৃষ্টি সীমার ঠিক ওপারে ।

চট্টগ্রাম ।

একটি মন্তব্য পোস্ট করুন

3 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

সুচিন্তিত মতামত দিন