
ভিন্ন সুর
একটা দেশলাইয়ের কাঠি দপ করে জ্বলে ওঠে জানান দেয় অক্সিজেনের সংস্পর্শে জ্বালিয়ে দিতে পারে বিশ্ব ।
একটি ফুলের পাপড়ি ঝরলে প্রমাণ হয় প্রেম নশ্বর ।
একটি মানুষ কাঁধ ছুঁয়ে দিলে অনুরণিত হয় স্বপ্ন অতঃপর পথ বাতলে হারিয়ে যায় দৃষ্টি সীমার ঠিক ওপারে ।
চট্টগ্রাম ।
ভীষণ টাচ'ই।
উত্তরমুছুনআশাবাদী লেখা -
উত্তরমুছুনঅল্পকথায় দারুন জমাটি
উত্তরমুছুনসুচিন্তিত মতামত দিন