রত্নদীপা দে ঘোষ







কথা এবং কথারা 



গা ভর্তি পাখিদের তীর ভাঙা সেতু । চমকে উঠে তুমি ডাকলে নদী ...বকলমে জলছল চোখ , দুটিমাত্র রামধনু পয়ারের সেতুটি বাঁধা । হলুদ গাঙের দোপাট্টায় কৃষিকাজ , তা কি মেঘ নয় ...... বেদুইনের বেদনারঙ ধুলো সরের মতো ভেসে আছে ছায়ানারীর লন্ঠনে ।
কি দেবো তোমায় ? ... হরিণের ছলাকলা অথবা ঘোমটার প্রলোভন । ওখানে অই যে বসে আছে মরুদার আকাশ । আকাশ কেন হবে , ও তো নীল সাদা ডোরা কাটা শ্রাবণী জেব্রা , দাম্পত্যবৃষ্টি খুঁজে পেতে ভিড় করেছে মেঘদূতের পাপড়িতে ....
মনে করো প্রাচীনতম চাঁদের ঘর । খেয়া ধুয়ে মুছে সূর্য উঠেছে গোটা দশ বারো আর অসহ্য সেতারের পর তুমি চাইছো কদমের এক্কাদোক্কা । হয়তো গুচ্ছ নদী , শাখাসমেত জড়িয়ে ধরেছে তোমার ছদ্মনাম ... হয়তো জলে ভেজা সাইকেলের আরোগ্যহাত ,অবেলার মকশো সেরে নিচ্ছে বাতাসের টিউশন ক্লাস ...
কেউ বোঝে চিলেকোঠা একফালি ... কেউ জানে মেরুবালিকার ঘোর ...

কলকাতা ।


একটি মন্তব্য পোস্ট করুন

4 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
  1. অসহ্য সেতারের পর তুমি চাইছ কদমের এক্কা-দোক্কা বাহ একটা দারুণ ছান্দসিকতা মগজের কারফিউ অমান্য করে হট্টগোল তুলছে

    উত্তরমুছুন
  2. ভাবনা , ভাষা এবং কাঠামো এক কথায় মনে রাখার মতো -- গ্রেট !

    উত্তরমুছুন
  3. দাম্পত্য বৃষ্টি খুঁজে পেতে ভীর করেছে মেঘ দুতের পাপড়িতে -- অনবদ্য ক্রিয়েশন ।

    উত্তরমুছুন
  4. 'কথা এবং কথারা' শব্দের কারুকার্যে অনবদ্য !

    উত্তরমুছুন

সুচিন্তিত মতামত দিন