বুদ্বুদ
০১
অহংকার আড়াল করে হাঁটো,
আমজনতার মাঝে
অপার্থিব নূরের ঝলক।
০২
আরও কিছুকাল থাকো
বন্য বাতাস, নির্মেদ চিহ্নগুলো
অমরত্ব পাক।
০৩
ওভারব্রীজ পেরোলেই
সমান্তরাল পথ,
ওখানে জীবন
তীর্থের মৌণতা ছুঁয়ে
ফিরে আসে।
০৪
দুই টুকরো শীত
আমাকে কাঁপিয়ে
কেন যে কাঁদলো!
মায়াঘোরে প্রিয়ার নোলক।
ঢাকা ।
সব কয়টি প্যারা ভাবার বিষয় । সুন্দর । আগেও আপনার লেখা পরে এলাম ।
উত্তরমুছুনসুচিন্তিত মতামত দিন