
অনির্দিষ্ট
রোজ আগাছা নিংড়ে ঘাসগুলোয় জল ঢেলে পরিষ্কার করে এসো, আহাজারিতে কেঁপে ওঠে সাজানো বাসর ঘুম ভেঙে উঠতে চায় সত্যের অবকাঠামো ঝুলে পড়া বিষাদ অশ্রু মখমলের শীতলতায় নেমে আসে গুপ্ত বাসনা।
নিস্পলক মন্ত্রমুগ্ধের মত অবলোকন হয় ভালবাসা মাঝখানে শুধু একটা শোভার বাগান দেয়ালের এপার ওপার দুরত্ব হয়তো ভালবাসা এখনো প্রখর, তবে অপার্থিব।
এপিটাফে আমার পরিচয়, জন্ম-মৃত্যু চাইনা শুধু ভালবেসে দুটো কথা লিখে দিও; যেদিন আসবেনা, ওই কথাগুলোয় হাত বুলিয়ে খুঁজে নেব সেদিনের স্বপ্ন।
ঢাকা ।
bah, darun
উত্তরমুছুনঅপূর্ব কবি -- মুগ্ধ আকাঙ্ক্ষা !
উত্তরমুছুনসুচিন্তিত মতামত দিন