রাশিয়ায় বেড়ানোর অভিজ্ঞতা

পরের দিন আমার এখানকার বিখ্যাত টুরিস্ট প্লেস পিটারহফ এ যাওয়া মনস্থ করলাম | এখানে যাবার জন্য আমরা ফেরিতে উঠে বসলাম | জায়গাটি একটি বে এরিয়ার পাশে | এখানকার মূল প্রাসাদটি একটি অত্যাশ্চর্য্য সৌন্দর্য্যের নিদর্শন | এর চারিদিকে জলের ফোয়ারা ও সোনালী মূর্তিগুলির মুখ থেকে জল বেরিয়ে আসা ও চারিধারের ল্যান্ডস্কেপিং মনোলোভা | এ ছাড়া আরও অনেক ছোট ছোট প্রাসাদ ও বাগানে ঘেরা বিশাল জায়গাটি দেখতে প্রায় সমস্ত দিনটাই চলে যায় | সন্ধ্যের দিকে আবার ফেরি নিয়ে আমরা হোটেলে ফিরে এলাম |
পরের দিন আমরা এখানকার সবচেয়ে বিখ্যাত মিউসিয়াম হার্মিটেজে বেড়াতে গেলাম | এখানে প্রায় ত্রিশ লক্ষ শিল্পের নিদর্শন আছে | তাদের মধ্যে পেন্টিং, হাতের কাজ, মূর্তি, প্রত্নতাত্ত্বিক ইত্যাদির নিদর্শন একটি অভূতপূর্ব নিদর্শন | পরের দিন আমরা বাসে করে মস্কো এসে পৌঁছলাম | জায়গাটির নাম হলো সের্গিয়েভ পোসাদ | তখন সন্ধ্যে হয়ে গিয়েছিল তাই আর কোথাও যাওয়া হলো না | পরের দিন আমরা সবাই দল বেঁধে এখাকার স্থানীয় ঐতিহাসিক চার্চ আর পুতুলের মিউসিয়াম দেখলাম | এখানকার হস্তশিল্প খুবই উপভোগ্য |
পরের দিন বাসে করে আমরা মস্কো গেলাম | এই শহরটি ঐতিহাসিক ও আধুনিকতার একটি অভূতপূর্ব নিদর্শন | রেড স্কয়ার রুশ শব্দ যার অর্থ ‘লাল’ কিংবা ‘সুন্দর’।
রেড স্কয়ার রাশিয়ার মস্কোতে অবস্থিত বিখ্যাত নগর চত্বর। এটি ক্রেমলিনকে পৃথক করছে যা বর্তমানে রুশ প্রেসিডেন্টের বাসভবন হিসেবে ব্যবহৃত হচ্ছে। মস্কোর চতুর্দিকে সকল রাস্তার মিলনস্থলরূপে বিবেচ্য। এটি মস্কো তথা রাশিয়ার কেন্দ্রীয় চত্বর হিসেবে পরিগণিত। রাশিয়ার অত্যন্ত জনপ্রিয় জায়গা হিসেবে এটি ব্যাপকভাবে পর্যটন আকর্ষণে সক্ষমতা অর্জন করেছে। বিভিন্ন স্থানের মধ্যে সেন্ট বেসিলস ক্যাথিড্রালের ভাস্কর্য উল্লেখযোগ্য | প্রত্যেকটি চূড়া তাদের নিজস্ব রঙের মহিমায় ঔজ্জ্বল্য | ক্রেমলিলের বিশালতা, রেড স্কয়ারের লাল ইটে বাঁধানো বিশাল চত্বর আর ওদিকে সেন্ট বেসিলসের রঙিন চূড়াগুলি সমস্ত জায়গাটিকে এক অদ্ভুত সৌন্দর্য্য প্রদান করেছে | সকালে এই জায়গাটিতে ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া ও বিশ্রাম সেরে আমরা বিকেলে মস্কো নদীর উপর বোট ট্যুর নিলাম |
পুরো শহরটাকে দেখার জন্য এই ট্যুরটি ভীষণ উপযোগী ও আনন্দপ্রদায়ক | বোটের নির্মাণ কৌশলী অদ্ভুত সুন্দর | অনেকটা একটা প্লেনের আকারের এই বিশাল বোটগুলির অভ্যন্তর বিলাসবহুলতায় পূর্ণ | ট্যুর শেষে আমরা আমাদের শেষ গন্তব্যস্থল বলশয় থিয়েটারে ব্যালে দেখতে গেলাম | এই জায়গাটির বাহিরের ও ভিতরের সৌন্দর্য্য অপরিসীম | যেন মনে হয় কোনো স্বপ্ননগরীতে এসে পড়েছি | রাশিয়ানরা গান বাজনা নৃত্য ইত্যাদিতে যেমন পটু তেমনি এই সবের কদরও করতে জানে | ভাষাটি একটি সমস্যা, কারণ বড় শহর ছাড়া ইংরেজি ভাষায় ভাবের আদান প্রদান করতে এদের একটু অসুবিধে লক্ষ্য করলাম | সেই জন্য কিছু কিছু জায়গায় দোভাষীর সাহায্য নিতে হয় | সব মিলিয়ে রাশিয়ায় বেড়ানোর অভিজ্ঞতা স্মরণীয় হয়ে থাকবে |
নিউইয়র্ক ।
সুচিন্তিত মতামত দিন