কাজী এনামুল হক






ভগ্নস্তুপপ্রাণ
-



যতোবার কাছে এসে ধরতে চেয়েছি হাত
অধিকতর অন্ধত্বে সরিয়ে নিয়েছ অবজ্ঞায়,
নির্ঘুম রাতগুলো কাটিয়েছি অভিসার স্বপ্নে
কখনও রাখোনি কথা ভুলিয়েছ ছলনায়।
যখনই নেড়েছি কড়া হৃদয়ের বন্ধ দরজায়
ব্যাস্ততার ভান করে এড়িয়ে গিয়েছে ঘৃনায়,
কষ্টগুলো জমা হতে হতে বুকে উইপোকা স্তুপ
পাঁজর কেটে ধুলোবালি সম্প্রীতি সীমানায়।
শিকড়হীন স্বর্ণলতা ঘিরে আছে স্বপ্ন-দু:স্বপ্নে
কবুতর ডানায় ঝিলিমিলি নরোম পালক শান্তি ,
বুঝতে পারিনা মোহ না কি মোহিত বাসনা
সব যেন মনে হয় অসময়ের কল্পতরু ভ্রান্তি।
এথন ফিরে তাকাও বার বার কেন মায়াটান
হয়তো হাতের মুঠোয় পেতে চাও ভগ্নস্তুপপ্রাণ।


ঢাকা ।


একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

সুচিন্তিত মতামত দিন