
বর্ষায় তুমি
রুমঝুম বরষায় তুমি কি এখনো হেঁটে যাও
পায়ে মেখে শিশিরের ঘ্রাণ সবুজ ঘাসে ঘাসে ?
কদম ভেজা জল টুপ টুপ করে ঝরে পড়ে
তোমার গা হতে, খোলা চুল বাতাসে হয়ে
যায় এলোমেলো, চোখের পাতা ভিজে যায়
বৃষ্টির ফোঁটায়, তিরতির কাঁপে মেহগনি ঠোঁট |
হাওয়ায় হাওয়ায় পাতায় পাতায় নতুন ছন্দ,
নদীর ঢেউয়ে কেঁপে কেঁপে যায় মেঘের ছায়া |
নিউইয়র্ক ।
শ্রাবণ যেন হৃদয়ে -- ঝরে যায় এমন করেই শব্দের ভাবনায় ।
উত্তরমুছুনসুচিন্তিত মতামত দিন