বর্ষাকাব্য
ব্যর্থ প্রেমিকের বিষণ্ণ ভাবনায় কাতর উদার আকাশ। চমকে উঠে মেঘ, বজ্র কলমে লিখে চলে উন্মত্ত কবিতা। অবোধ নারী বুঝে তা কী করে!
নব বারিধারা। ধা ধিং ধিং ধা ... .ধা ধিং ধিং ধা । আঙ্গিনায় নেমে আসে উচ্ছল তরুণী, তাকায় আকাশে। আয় বৃষ্টি ঝেপে, ধান দেব মেপে ...
বৃষ্টি পড়ে টাপুর-টুপুর। তালে তালে ভিজতে থাকে তনুদেহ। কোকিল কুহু মন, কেঁপে উঠে শরীর, জাগে শিহরণ। আহা, কী আনন্দ ঘরে ঘরে! স্বর্গসুখ আর কাকে বলে!
আফসোস শুধু , তরুণীটি জানিতে পারিলো না কাহার দুঃখে মুখভার করিয়া আকাশ ঝরাইতেছে এই অবিরাম বর্ষণ! প্রত্যাখ্যাত বিমর্ষ প্রেমিক চিলেকোঠায় বসিয়া উদাস নেত্রে মনআকাশে কাহাকে যেন খুঁজিতেছে।
ঢাকা ।
জাগে শিহরণ ! সত্যি স্বর্গ সুখ আর কাকে বলে । উপভোগ্য ।
উত্তরমুছুনসুচিন্তিত মতামত দিন