
স্বপ্ন চূড়া
চুলে বিলি কেটে কেটে
স্বপ্ন গুলো আজ অগনতি চুলের ভিরে
লুকিয়ে লুকিয়ে ,
আমাকে বুঝি ঈর্ষা করছে ।
সপ্ন গুলো বেশ জবাবদিহিতার মধ্যে থেকে
বুঝাতে চাইছে যে,
অগনতি চুলের ভিরে সপ্ন হাতে নিয়ে
স্বপ্ন চূড়ায় উঠতে পারবোনা,
কিন্তু আমি যে ,আমার নিজের প্রয়োজনে
স্বপ্ন দেখি।
আর সেই স্বপ্ন খুঁজে পেতে
নিজের চুলগুলি কামিয়ে ফেলতে পারি,
যদিও নিজেকে শ্রীহীন লাগবে !
ঠিক পারি কিনা ?পারি তো ! বল !
এলো চুলে ,খোলা চোখের পাতায়
স্বপ্নরা আমায় করছে বারণ,
স্বপ্ন আঁকি –বুকি করিনা যেনও
মনের কোণে ।
কেন করবোনা ?বল !
স্বপ্ন ছাড়া কি মানুষ বাঁচে !
আমি স্বপ্ন খুঁজে বার করবো,
স্বপ্ন দেখাবো ,
দেখাবোই –তো!
হারিয়েছি বলে কি!
আমার কিছু নেই !
আছে তো !
এই !
আমার আমিতেই ,
তোমায় নিয়ে স্বপ্ন দেখবো ।।
ঢাকা ।
সুচিন্তিত মতামত দিন