শামীম পারভেজ






জীবন নামের রেলগাড়িটা
-------
জীবন নামের রেলগাড়িটা 
চলছে তো চলছে
চলার পথে সত্য মিথ্যা
বলছে তো বলছে ।
চলার মাঝে রেলগাড়িটার
নেইযে কোনো কান্তি
বাধা বিপদ পরিয়ে সে 
আনে সুখ শান্তি ।
জীবন নামের রেলগাড়িটা
কোথায় গিয়ে থামবে 
কর্মের উপর লক্ষ্য রেখেই 
পরে সেটা জানবে ।

-ঢাকা-

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.