শামীম পারভেজ







স্বপ্ন 


স্বপ্ন ছিল এক পাখি হতে 
স্বপ্ন ছিল উড়বো আমি গগনেতে 
স্বপ্ন ছিল হবো মেঘের ভেলা 
স্বপ্ন ছিল বিশ্ব ঘুড়বো সারাবেলা ।
স্বপ্ন ছিল প্রকান্ড এক বৃক্ষ হবো 
স্বপ্ন ছিল সব স্থানে ছড়াবো ছায়া
স্বপ্ন ছিল ফলাবো ফল বিলাবো সব
স্বপ্ন ছিল রাখবো ধরে জড়িয়ে মায়া ।
স্বপ্ন ছিল হবো আমি ফুলের মতন
স্বপ্ন ছিল হাওয়ায় ছড়াবো সুবাস যতো
স্বপ্ন ছিল সেই সুবাসে ভরাবো হৃদয়
স্বপ্ন ছিল ভালোবাসবো ইচ্ছে মতো ।
স্বপ্ন কিছু পূরণ হলো 
স্বপ্ন কিছু ভেংগে গেলো
ভাংগা স্বপ্ন ফিরে পেতে 
স্বপ্ন তবু দেখে যাবো ।


বুঝে নিও


নীল গগন মেঘলা হলে বুঝে নিও 
দুঃখে আছি 
মেঘ থেকে ঝরলে বৃষ্টি বুঝে নিও 
শুধু কাঁদছি 
অগ্নি দেখলে বুঝে নিও 
শুধুই পুড়ছি 
মুক্ত গগন দেখলে বুঝে নিও
সেখানে উড়ছি
দিগন্ত দেখলে বুঝে নিও 
ওখানে হারিয়েছি
সবুজ ঘাস দেখলে বুঝে নিও 
চিরো সবুজ মন আছে
ফুলের মিষ্টি রঙ দেখলে বুঝে নিও
একটা রঙ্গিন জীবন আছে 
সীমাহীন সমুদ্র দেখলে বুঝে নিও
ভালোবাসায় পূর্ন হৃদয় আছে ।


এক মুঠো ভালোবাসা চাই

আমার এক মুঠো ভালোবাসা চাই 
যা হৃদয়কে আলোকিত করে 
আমার এক মুঠো ভালোবাসা চাই 
যা হৃদয়কে শীতল করে 
আমার এক মুঠো ভালোবাসা চাই 
যা হৃদয়কে সুখ দেয়
আমার এক মুঠো ভালোবাসা চাই 
যা হৃদয়কে স্বপ্ন দেখায় 
আমার এক মুঠো ভালোবাসা চাই 
যা হৃদয়কে সচল রাখে 
আমার এক মুঠো ভালোবাসা চাই 
যা হৃদয়কে অমর রাখে ।
Shamim Parvez
অমর হয়ে থাকে 
-------- শামীম পারভেজ
ভালোবাসায় আঁকবো আমি 
তোমার হৃদয়খানা 
কতো রং এর আঁচড় দিবো
আছে আমার জানা ।
রঙ এ রঙ এ করবো রঙ্গিন
তোমার হৃদয়টাকে
সারা জীবন এটা যেন 
অমর হয়ে থাকে ।



হচ্ছি দিশেহারা

ঘুমের মাঝে স্বপ্ন দেখি
দেখি জেগে জেগে 
কোনো স্বপ্নি হয়না সফল
তাইতো উঠি রেগে।
আশায় আশায় থাকি শুধু 
সবই হয় নিরাশা 
আশার তো নেই যে দেখা 
নেই যে ভরষা ।
এভাবেই তো কাটছে জীবন 
সবই যে ছন্নছাড়া 
এভাবে আর কতোদিন 
হচ্ছি দিশেহারা ।


নেচে নেচে হয় খুশি

ঘ্যাংগর ঘ্যাং ঘ্যাংগর ঘ্যাং
ঐ শোনো ডাকছে ব্যাংগ 
ব্যাংগের ডাকে ডাকছে মেঘ
গুরুম গুরুম গুরুম গেং ।
মেঘ ঝরাবে বৃষ্টি এখন
ব্যাংগের মুখে কতো হাসি
ঘ্যাংগর ঘ্যাংগর ডাক বাড়ে
নেচে নেচে হয় খুশি ।


রেলগাড়িটা 

রেলে চলে রেলগাড়িটা 
টাকাটাক শব্দ করে
ইঞ্জিনটা উড়ায় ধূঁয়া 
যাত্রীরা বগিতে চড়ে ।
বগিগুলো প্রাণ পায়
ইঞ্জিনেরই কারনে 
হেলে দুলে চলেরে 
সাপের মতো চলনে ।
চলতে পথে ইস্টিশনে
ক্ষনে ক্ষনে থামেরে
যাত্রীরা উঠে নামে 
পরে যাত্রা শুরু করেরে ।



মনটা সতেজ রাখো 

বয়স ভেবে লাভ কি 
দুঃখ বাড়ে তাতে 
হাসি খুশি থাকো সদাই
সুখি হও যাতে ।
বয়স তোমার যতোই বাড়ুক 
সাহস নিয়ে থাকো 
বাধা বিপদ যতোই আসুক
মনটা সতেজ রাখো ।



আমার নাম বর্ণ

বইয়ের পাতায় থাকি আমি
বইয়ের পাতায় বাস
বই ই আমার খুব প্রিয় 
লেখার করি চাষ ।
এই চাষেতে জ্ঞানের ফসল
ফলাই আমি ভাই 
বইয়ের জন্যই পাগল সবাই 
ভালোবাসে তাই ।
আমাকে ছাড়া বই হবেনা 
আমি বইয়ের স্বর্ন 
জানতে চাও আমি কে 
আমার নাম বর্ণ ।


খেলা 

খেলা খেলা খেলা 
খেলায় কাটে বেলা 
হরেক রকম খেলা
বসে খেলার মেলা।
খেলা চলে টেবিলে
খেলা চলে মাঠেতে
খেলা চলে পকেটে 
খেলা চলে রাস্তাতে ।
খেলায় হলে পরাজয়
তখনই ভয় হয় 
চারদিকে হয় ক্ষয় 
এটা বড়ো-ই দুঃখময় ।


- ঢাকা -



Previous Post Next Post