
ম ন ক থা
তুমি যেভাবে বলো-
কৈ এতো সুন্দর করে আর কেউ বলে না তো !
কি এমন আছে তোমার কথায়
যার জন্য উজ্জীবিত হই বার বার ?
আবার নতুন ভাবনার সমাবেশ ঘটে
কল্পনার মেঘ জমে রাশি রাশি
হয়ত তোমার জন্যই লিখি চিরন্তন
অনেক ভেবে সেটাই বুঝেছি পরম্পরা !
ইদানিং লিখতে বসলেই তোমার
মুখ ভেসে ওঠে চোখের সামনে হুবহু
প্রস্ফুটিত ফুলের মতো হেসে ওঠো তুমি
সুরভি ছড়াও মনের ভিতর চুপিচুপি !
কবিতা নয় যেন মনের কথা লিখি প্রতিবার
কেউবা ভুল বোঝে...কেউবা সরে যায় দূরে...
কি বা এসে যায় তাতে?
তবু লিখে যাবো এইভাবেই সারাজীবন মনকথা -
তোমাকে ভেবে নিশুতিরাতে নিদ্রাহীন একা একা !!!
দেরাদুন ।
Khubi sundor laglo porna..
উত্তরমুছুনThanx lot Suparna. ekhane ese kobita pore comnts deoyar jonyo valo laglo khub nd utsahito holam. songe theko.
উত্তরমুছুনসুচিন্তিত মতামত দিন