
শ্যামলা মেয়ে
শ্যামলা মেয়ের লাজুক হাসি
মুক্ত ঝরায় রাশি রাশি,
তাইত হেথায় ঘুরে আসি
বন্ধু তোমায় ভালোবাসি |
শ্যামলা মেয়ে ডাগর চোখে
তোমার দিকে তাকিয়ে থাকে,
তুমি না যদি আসো বাড়ি
তোমার সাথে করব আড়ি !
শ্যামলা মেয়ের এতই গুন
পানের সাথে যেমনি চুন
বেশি খেলে লাগে ঝাল
গাল দুটি হয় লালে লাল !!
শ্যামলা মেয়ের হাসির ফিনিক
নুপুর বাজে ঝিনিক ঝিনিক
মন হারালো সেই দুপুরে
গান শোনালো এমন সুরে !
- নিউইয়র্ক -
সুচিন্তিত মতামত দিন