শীতল হাওয়া পরশ বুলাবে
নীল গগনে মেঘ এসেছে
অশ্রু জল আসছে ধেয়ে
অনেক অনেক দুঃখ তার
কাঁদবে নাকি ঝরঝরিয়ে ।
কাঁদলে পরে ভালোই হবে
অশ্রু জলে তাপ পালাবে
এই কারনেই সবাই খুশি
শীতল হাওয়া পরশ বুলাবে।
ভোরের শিক্ষা
ভোরের বেলা রবি উঠে হেসে হেসে
ঐ আকাশে
ভোরের বেলা মেঘ আসে ভেসে ভেসে
ঐ বাতাসে ।
ভোরের বেলা পাখিরা সব ডানা মেলে
উড়তে ঘুরতে
ভোরের বেলা পাখি ডাকে সুরে সুরে
ঐ বাগেতে ।
ভোরের বেলা রঙ্গিন রঙ্গিন শিশির কনা
বসায় মেলা
ভোরের বেলা সবাই এসে তাদের সাথে
করে খেলা ।
ভোরের বেলা প্রজাপতি সব ফুলে ফুলে
নেচে বেড়ায়
ভোরের বেলা মৌমাছিরা ঐ ফুল থেকে
মধু জোগায় ।
ভোরের বেলা চলো আমরা ওদের থেকে
শিক্ষা নেই
নতুন প্রজন্মকে তাদের কথা বলে বলে
শিক্ষা দেই ।
সোনালী স্মৃতি
কাদার মাঝে হা-ডু-ডু খেলা
কাটিয়ে দিতাম কতো বেলা
আসল ফুটবল না পেলে
জাম্বুরা দিয়েই যেতাম খেলে।
গোল্লা ছুট আর কানা মাছি
খেলে যেতাম নাচি নাচি
আরো খেলতাম পুতুল বিয়ে
ঝগড়া করতাম যৌতুক নিয়ে।
ডাং গুটি আর গুলতি খেলা
এগুলো খেলেছি কত্তো মেলা
খেলেছি আরো মোড়গ লড়াই
জয়ী হয়ে করেছি বড়াই ।
নয়ন পর্দায় ভাসে যখন
ফিরে পেতে চাই তখন
কেন হলো এর ইতি
হয়ে রইল সোনালী স্মৃতি ।
সৃষ্টি
মেঘের সৃষ্টি
------- অঝরে জল ঝরাতে
ঝরনার সৃষ্টি
------- জল নিম্নে গড়াতে
নদীর সৃষ্টি
------- জল বয়ে চলতে
সমুদ্রর সৃষ্টি
------- জল সংগ্রহ করতে
তাপের সৃষ্টি
------- জল বাস্পে উড়াতে
বাস্পের সৃষ্টি
------- মেঘ সৃষ্টি করাতে ।
তোমার কারনেই
তোমার কারনেই
কতো স্বপ্নের ইমারত গড়ি
ভাসাই কতো স্বপ্নের তরি
তোমার কারনেই
কতো আশা বাঁধে বাসা
আশা আশায় হৃদয়ে ঠাসা
তোমার কারনেই
কতো ছন্দে ভরে পাতা
ছন্দে ছন্দে পূর্ন খাতা
তোমার কারনেই
কতো ফুল ফোটে বাগে
ফুল দানেই ভালোবাসা জাগে
তোমার কারনেই
কতো বংশ বিস্তার হয়
সংসার হয় কতো সুখময় ।
তুমি
তুমি এলেই ডানা মেলি
নেচে দৌড়ে কতো খেলি
ইচ্ছে মতো শুধু ভিজি
মনের মতো হৃদয় খুঁজি
তাইতো তোমার কাছে আসি
বৃষ্টি তোমায় কত্তো ভালবাসি ।
- ঢাকা -
সুচিন্তিত মতামত দিন