প্রত্যাদেশ
আহা! চিঠিগুলো ক্রিস্টাল,সচ্ছ ক্রিস্টাল-
বিন্দু বিন্দু জলের সজ্জায় দ্যাখো ইতিহাস হয়ে আছে।
জীবনের খুনসুটি, রাত্রিকালীন ঝড়, অথবা কামহিন একান্তই
প্লেটোনিক প্রেম-
পাঁজরে খোদাই করা প্রিয় মুখ আনবিক ঝড়েও দ্যাখো
ইতিহাস হয়ে আছে।
জনান্তিক সন্ধ্যার মাঠে কুপিতে, আঁধারে অথবা প্রাকৃতিক চাঁদে
বিষণ্ণ দৃষ্টি শুধু চিঠি হয়ে আছে সামান্য কাগজে
কাগজের ভাঁজে!
নির্জন কোন রাতে গোপন খিলানে রাখা পৌরাণিক চিঠি
যদি কথা বলে ওঠে
যদি ফের হাসে তিলোত্তমা প্রাণে?
ঢাকা ।
khub valo
উত্তরমুছুনসুচিন্তিত মতামত দিন