মোঃ আশরাফুল ইসলাম










তবুও অপেক্ষায় থাকি





জানি আর আসবে না কোনদিন
তবু মিথ্যে আশায় বাধি বুক,
এখনো পড়ে আছি সেই পথের ধারে
যে পথে দেখেছি প্রথম তোমার মুখ,
সেই স্কুল বেলা থেকে, তোমাকে দেখবো বলে
চাতক পাখির মত বটের তলে দাঁড়িয়ে থাকতাম,
তুমি আমায় দেখেছ কিনা বুঝিনি, তোমায় দেখে
আমি তো লজ্জায় মাথা নিচু করে মাটি ছুঁয়ে ফেলতাম,
মাঝে মাঝে নিজেকে, তোমার চলার পথের
ধুলো ভাবতে ভীষণ ভাল লাগতো,
তুমি যাচ্ছ আমার বুক মাড়িয়ে, নৃত্যের তালে
আর এই বক্ষে তোমার নূপুরের ঝংকার বাজত,
এভাবেই নিয়ম মেনে কেটে যাচ্ছিল সময়
হঠাৎ একদিন তুমি উধাও,
একদিন যায়, দুই দিন যায়, খুঁজি তোমায়
তুমি তো নেই কোথাও,
তবুও রোজ এসে দাঁড়াতাম সেই পথের ধারে, তুমি আস না
আমার কান্নার জল আকাশে মেঘের ডানায় করেছে ভর,
হঠাৎ একদিন দামী গাড়ীতে চড়ে এলে চোখে গগলস্
আর গাঁয়ে অপরিচিত দোসর,
ফ্রক ছেড়ে শাড়ি তে তোমাকে অপরূপ লাগছিল
এই প্রথম, কিশোরী তোমাকে রমণী মনে হলো,
সেদিনও হয়তো তুমি আমার পানে ফিরে চাওনি
আর সেদিনও আমি মাথা তুলে তাকাতে পারিনি,
এরপর আবারও আমার প্রতীক্ষা শুরু
দিন যায়, মাস যায় তবুও তুমি আস না,
আমার চোখের মণি ঝাপসা হয়ে আসে
প্রতীক্ষিত মনে তোমারই আরাধনা,
একদিন কেউ এসে খবর দিল, তুমি আর আসবে না
তুমি নাকি চলে গেছ না ফেরার দেশে,
বিশ্বাস হয়না, দৃঢ় মনোবল নিয়ে তবুও অপেক্ষায় থাকি
আস্থা রাখি বয়সের ভারে নুয়ে পড়া বিশ্বাসে,
এরপর বহু বছর কেটে গেছে, বট গাছটাও আজ আর নেই
সেখানে গজিয়েছে বহুতল মার্কেট আর আবাসন,
আমার ও দাড়ি তে পাক ধরে গেছে, লাঠি ভর করে হাটি আর
তোমার পায়ে চলা ধুলো মাখা পথে পরেছে ইট সিমেন্টের আস্তরণ,
আজও দাঁড়িয়ে থাকি সেই পথে, স্কুলে যাওয়া এবং আসার কালে
শেষ বারের মত আমার বুকে তোমার পদ চিহ্ন আঁকবো বলে,
কিন্তু তুমি তো আর আস না, জানি আসবেও না কোনদিন,
তবুও অপেক্ষায় থাকি ।।


বাংলাদেশ ।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.