
স্বপ্ন
স্বপ্ন ছিল এক পাখি হতে
স্বপ্ন ছিল উড়বো আমি গগনেতে
স্বপ্ন ছিল হবো মেঘের ভেলা
স্বপ্ন ছিল বিশ্ব ঘুড়বো সারাবেলা ।
স্বপ্ন ছিল প্রকান্ড এক বৃক্ষ হবো
স্বপ্ন ছিল সব স্থানে ছড়াবো ছায়া
স্বপ্ন ছিল ফলাবো ফল বিলাবো সব
স্বপ্ন ছিল রাখবো ধরে জড়িয়ে মায়া ।
স্বপ্ন ছিল হবো আমি ফুলের মতন
স্বপ্ন ছিল হাওয়ায় ছড়াবো সুবাস যতো
স্বপ্ন ছিল সেই সুবাসে ভরাবো হৃদয়
স্বপ্ন ছিল ভালোবাসবো ইচ্ছে মতো ।
স্বপ্ন কিছু পূরণ হলো
স্বপ্ন কিছু ভেংগে গেলো
ভাংগা স্বপ্ন ফিরে পেতে
স্বপ্ন তবু দেখে যাবো ।
আষাঢ় মাসের বৃষ্টি
লাগে বড় মিষ্টি
মনে আনে তুষ্টি
কি অপরূপ সৃষ্টি !
- ঢাকা -
সুচিন্তিত মতামত দিন