
মোনালিসা, তুমিও?
স্রষ্টার উপহারে তোমার স্মিতহাসি
বিচার্য পুংলিঙ্গ কাঠগড়ায়,
গিল্টি পবিত্রা, তুমি চটুল বহুগামী
খিলাড়ি চোখ, জালি ঘোমটায়।
ইদানিং নিলামী রাস্তায়
মুঠো মুঠো খই পেরিয়ে,
শুনি প্রতি পদক্ষেপে হরিধ্বনি
সমবেত কণ্ঠ কেবল
তরজামুখর সুরে বেঁধে ফেলে
বলো হরি, হরি বোল, বলো হরি...
ঘৃণিত আত্মা বয়ে বেড়ায় অমলিনা,
দা ভিঞ্চি, তোমার রঙ তুলি মোহনায়।
কলকাতা ।
খুব ভাল লাগলো... কবিকে অনেক শুভেচ্ছা !
উত্তরমুছুনবাহ --- জিও জিও
উত্তরমুছুনসুচিন্তিত মতামত দিন