দেবজিত সাহা








ভূমিকা 




আমার এতে কি ভূমিকা ! ও মোমবাতি জ্বালিয়ে নীরব  দর্শকের ভূমিকা ? আমি এই  ভূমিকায় পারদর্শী,কিন্তু তুমি ?
ও, তুমিও। আজ আমি বেশী ক্লান্ত । নীরবতা  আজ  আমার শরীরে বাসা বেঁধেছে ,  ওই মোমবাতির গলা শরীর আমার আঙ্গুল ধরেছে , তবুও নির্বাক। বরং এই নীল ছাদের তলে  থাকতে চাই , আমি তাই সবাক নই।

আমার ভূমিকায় প্রশ্ন তুলো না প্লীজ । আমি জানি হুঁশ খুইয়ে মান বজায় রাখার পদ্ধতি, আমি মানুষ যে ! বিস্ময়ে  কদিন ধরে  স্নেহের ভাগ্নি' ও  কোলে উঠতে চায় না । ভূমিকার আঁচ কি শিশু মনেও ।  প্লিজ   ভূমিকায় প্রশ্ন তুলো না ।

পথবাতিগুলো' ও হয়ত অসস্থিতে পড়ে , গাছের কোন গুলি কি উপভোগ করে ! ভাষা  যে কি তা ঠিক বুঝি না , হয়ত শিক্ষায় গড়া আলগা মানবতায় ভাজা , ভালোকথা। ভদ্র ভাষা।

মোমবাতির কথা, ও যে জ্বলছে  সেটাও এক ভাষা । চোখের আগুনে না গলে যাওয়া মানুষ গুলির কথা , স্তব্ধতার এক চিহ্ন !
এগুলি কাল রাতের পার্টি তে আলোচ্য বিষয় ।

বেশ, আর কেউ লক্ষ্য করবে না । মোমবাতির স্তব্ধতা, পথবাতির নীরবে  করে চলা দুঃখ প্রকাশ, পথ হবে শুধুই ধোঁয়াময় আমার সিগারেটে , গুড়ো শিশির পড়বে চাপা, ভোগের লিপ্সা থাকবে ,  বেচে তোমাদের নিয়মের ভাঁজে ।

এই বক্তব্যে আমার ভূমিকা নিয়ে প্রশ্ন যেন না তোলা হয়, আমি মনসিক বিকলাঙ্গ। 
দুই তিন মিনিটের  ................


শিলিগুড়ি । 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.