চেতনা আমার খুঁজছে ঘুম
দুঃখেরা অসহ্য হয়ে করে হাপিত্যেশ -
মাগো, আতুর ঘরে মিছেই করিয়েছিলে মধুমুখ
যদি দিতে মুখে গুজে একমুঠো নুন
অঙ্কুর চেতনা ঘুমাতো নিশ্চিত সুখময় সারেগামায়।
চেতনা আলোয় চিনেছি আমি চূণী, পান্না, হীরা,
বসরার গোলাপ আর আলোআধাঁরী ভালোবাসা
জেনেছি পরম সত্য -
পৃথিবীর তিন ভাগ দুঃখ আর একভাগ সুখ;
ভালবাসলে চেতনা কাঁদে দুঃখ ধারাপাতে।
চেতনা আমার খুঁজছে ঘুম সুখময় সারেগামায়।
ভেসে আসে জাতিস্মর স্মৃতি
কে বলে পুর্নজনম নেই?
এক জনমেই বার বার ফিরে আসা
কবর থেকে ভেসে আসে জাতিস্মর স্মৃতি।
একযুগ পরে আবারো তুমি আমি
প্যারিসে শহরতলী পাবে মুখোমুখি -
শরীরে এখনো পাও কি তুমি বুনোগন্ধ?
পুর্নজনমে তুমি আমি -
সময়চাবুকে বড়বেশী অচঞ্চল।
বাতাস মৌ মৌ
তরতাজা তুমি আজো সেই বেলীফুল।
ঢাকা ।
সুচিন্তিত মতামত দিন