
বিনষ্ট ইচ্ছা
.jpg)
অফুরন্ত চকলেট ভেবে ভেঙেছো হৃদয়-
তবু খুঁটে খুঁটে, স্পর্শের কোমল ফাঁকে ধর নিখিল বিশ্বকে।
সন্ধ্যা নামে হাতে নিয়ে আজ সূর্যাস্তের জাদুকর-
অন্ধকারে অফুরন্ত ভিড়, জ্বলে শুধু স্মৃতিময় ছায়া
হারায় হঠাৎ পরিচিত দৃশ্যে হারায়
...
ছিনিয়ে অতীত পার হয় দীর্ঘ ছায়া,
সেখানে এখন খুব বিনষ্ট ইচ্ছারা, স্বার্থক ধিক্কার-
শেষ শিক্ষা ছিল বাকী- শেষ জীবন সীমায়।
আত্মকথন

ঝর্ণা বয়ে গেলো, ক্ষুদ্র আবর্তন থেকে শুরু করে পূর্ণ তনুমনে।
সমুদ্রের ক্ষীর থেকে পদ্ম তোল।
কী হবে তখন? তরল শীৎকারে মাটি করবে নিজেকে?
তখনই মাটি হবে সবুজ । জলের আকাঙ্ক্ষা পুষে রেখে ছুটে যাবো স্রোতে ।
ভীষণ তোলপাড়ে ভেঙ্গে চুড়মার হয়ে যাবার প্রবল নেশায়, তুমুল মিছিল...
নিঃশ্বাস থেমে যাবার আগে, এইখানে, কাঁকড়া-গাছের নিচে নিঃস্ব হবো, আর একবার ...।
বরিশাল ।
সুচিন্তিত মতামত দিন