
স্বয়ংসম্পূর্ণ
মারাত্মক ভাবে নাড়ি বুঝে নিচ্ছি -
কুন্ডলীর আসেপাশে ভিখারী বেশে জ্বর,
ইতিহাস সাক্ষী রেখে দোলাচল নিচ্ছে চামড়ার গোপণ,
ভাঁজে ভাঁজে প্রলেপ আর হাততালি,
শব্দহীন পুড়ে যাওয়া
কিভাবে যেন আমাকেই বিফল রাখে।
কিচ্ছু হয়নি জেনেও মাংসাশী দাঁত
ছিড়ে খায় ভাস্কর্যটির পরম,
শিল্পীর নি:শ্বাস - মৃত স্তন ,চিবুক,
জঙ্ঘা ইত্যাদি নিয়ে হাহাকার ছুড়ে দেয়,
কুড়িয়ে নিতে নিতে ঘোড়া দৌড়ে আমিও সামিল।
কি নিখুঁত ভাবে জেনে নিচ্ছি
জীবন অর্থে নাড়িই স্বয়ং
আমিই তার সঙ্গিনী কি অদ্ভুত ভাবে।
কলকাতা ।
দারুন কবিতা লেখেন আপনি মামনি দত্ত ---
উত্তরমুছুনসত্যি অসাধারণ কবিতা ... তীব্র ক্ষোভ আর প্রতিবাদের ভাষা অনুভূত হল। কবিকে অনেক শুভেচ্ছা !
উত্তরমুছুনসুচিন্তিত মতামত দিন