
মিঠে রোদ
মিঠে রোদেরা রসিকতা করে ছেড়ে দিল হাটে
তির্যক আলো পরেছিল তার মুখটি জুড়ে
ঐ বাড়িয়ে থাকা নাক ফুলের গন্ধ শুকেই চলে
কুচকানো ফুলটি যে ভুলের হল
চমকে চমকে উঠে তার গগন
ভয়ের হাটে হাঁটে অনেক দূরে
লতিয়ে নিয়ে যায় তাকেই যদি
আজ নির্ভয়ের হলো তবু কি
মিঠে রোদকে যায় না ছাড়ানো
তাড়ে তারে ভাবনার শিকড়ে
লতিয়ে নিয়ে কি গেছেই তারে ...
নিউজিল্যান্ড ।
সুচিন্তিত মতামত দিন