
রূপকথা নয়
মিষ্টি মেয়েটা খুব অল্পতেই আনন্দিত হত।
চলতে চলতে পাখীদের ঝাঁক দেখে
হঠাৎ ই থমকে দাঁড়াত।
যতক্ষণ দেখা যায় ওদের
মুগ্ধ চোখে তাকিয়ে থাকত,
যেন ওদের সাথে উড়ে যেত মেয়েটির চঞ্চল মন।
বৃষ্টি হলেই দু’হাত ছড়িয়ে ভিজত মেয়েটি।
দেখে মনে হত একটি ময়ুর
পেখম তুলেছে মনের আনন্দে।
কখনোবা প্রজাপতির পেছনে ছুটতে ছুটতে
চলে যেত বহুদূর।
ফুল,পাখী, প্রজাপতি,
জোছনা, বৃষ্টি সব সব ভালো লাগতো মেয়েটির।
শুধু অন্ধকারকে ভীষণ ভয় ছিল মেয়েটির।
অতঃপর ভালোবাসা...
মেয়েটি ডুবে গেলো মুগ্ধতায়।
ছেলেটির রাগ, অভিমান,বকা, মিষ্টি কথা
সব সব ভালো লাগতো মেয়েটির।
ভালোবাসায় অন্ধ মেয়েটি
ছেলেটির চোখের কোণে লুকিয়ে থাকা
লোভ দেখতে পেলনা।
ছেলেটির ছোঁয়ায় শিহরিত মেয়েটি
আচ্ছন্ন হয়ে থাকত ভালোলাগায়।
ছেলেটি একদিন হঠাৎ হারিয়ে গেল,
তারপর মেয়েটি ছেলেটিকে আর কোথাও খুঁজে পেলনা।
অন্ধকারকে ভীষণ ভয় পাওয়া মেয়েটি
এখন সর্বক্ষণ ডুবে থাকে অন্ধকারে।
ঢাকা ।
সুচিন্তিত মতামত দিন