ইমেল নাঈম








শকুনেরা, কখনো ক্লান্ত হয় না 



ক্লান্ত লাগে
আমার , ক্লান্ত লাগে খুব 
ক্লান্ত লাগে দল দলে জ্বালাতে মোমবাতি কোন প্রতিবাদে 
ক্লান্ত লাগে অংশ নিতে মৌন কোন মিছিলে 
ক্লান্ত লাগে দেখলে সবার নীরবতার মুখোশ ।
খারাপ খবরের ভিড়ে খুলতে পাতা পত্রিকার 
এখন সাহস লাগে ব্যাপক , 
চোখকে শিকল পড়িয়েছি সেই কবে ! 
দৃষ্টি তবু আটকে যায় ছেঁড়া জামা আর কাঁথায় বারবার ।
বলতে ভাল লাগে না আর কিছু 
ভাবি, কি লাভ কি হবে বলে ? কমতো বলিনি ।
কমেনি , বরং বেড়েছে দিন দিন 
শকুনের শয়তানি...
শকুনেরা, কখনো ক্লান্ত হয় না 
কেন ক্লান্ত হয়না ওরা
কেন মেটে না ওদের সর্বনাশী ক্ষুধা?

চট্টগ্রাম ।


একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
  1. সত্যি ভাই থিক বলেছেন শকুনেরা কখনো ক্লান্ত হয় না ---

    উত্তরমুছুন

সুচিন্তিত মতামত দিন