হোমকবিতাপ্রিয়দীপ প্রিয়দীপ 4 sobdermichil জুন ২৭, ২০১৩ মানুষ !! জীবনে - প্রতিটি রন্ধে প্রতিটি ছন্দে , আমি মানুষ , শোষিত সমাজে - ঘৃণিত পরিহাসে - আমি নইকো রঙিন ফানুস । ভুবনে - কবিতায় লিখি , ক্যানভাসে আঁকি নিপীড়িত মানুষের সাজ , কে দেবে বন্ধু - বঙ্গ থেকে সিন্ধু মানুষের বাঁচার আশ্বাস !! উত্তরবঙ্গ । ভারত । Tags কবিতা নবীনতর পূর্বতন
কবিতায় লিখি , ক্যানভাসে আঁকি নিপীড়িত মানুষের সাজ -- বাহ দারুন লিখেছেন ---
উত্তরমুছুনবাহ ! দুর্দান্ত লিখেছেন কবি । নিপীড়িত মানুষের কথাই তো লিখতে হবে। সমাজের জাগরণ ঘটাতে হবে! অনেক শুভেচ্ছা ও আন্তরিকতা রেখে গেলাম। আরও লিখুন এমন অনেক কবিতা।
উত্তরমুছুনএই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।
উত্তরমুছুনমানুষ বড় অদ্ভুত !
উত্তরমুছুনসুচিন্তিত মতামত দিন