দেবজিত সাহা









প্রলোভন



অবকাশে প্রাণ জুড়ায় তোমাতে।
হিংসা ভেদাভেদ এত আবেগের!
ওই জাদু দণ্ডের কাজ নয়। তাই 
বশীকরণ, এত বিজ্ঞাপন, বিপণন 
মনুষ্যত্বের কাগজে কাগজে।

সময়ের গতিবেগ বাড়ছে? না, মনে 
হয় চিন্তার সময় বেড়ে চলছে তাই 
হয়ত খেয়ালে সূর্য পূর্ব দিকেই ডুবছে।
বন্ধুত্ব আর ভালবাসা বেশ্যাবৃত্তি ধরেছে
আমাদের খুশি রেখে  নিজেকে বাঁচানোর তাগিদে।
যৌবন আবাস্তব আকাঙ্খায় মত্ত, পূরণ করছে
সেই আকাঙ্খাই মাঠে ঘাটে ট্রেনে বাসে, অবিশ্বাস্য!
তাছাড়াও আছে বিয়ের প্রলোভন, বছরের বিছানার
সম্পর্ক শেষ দেখতে চায় বিয়ের পিঁড়িতে, তা না হলেই
এত বছরের যা হয়েছে তা হল  ধর্ষণ। যা হয়েছে তা জুলুম,
মুখে ফুটে ওঠা তৃপ্তি টাও জুলুমের ফল!!!!

মোমবাতি তাদের কাজ সমহিমায় করে চলছে কিন্তু আর 
কত? পথগুলো ধুলোয় আর পায়ের চাপে  অতিস্ট
তাই হয়ত চুপ, জলগুলো ঠিক মোমবাতির গা বেয়ে যাচ্ছে
আর প্রানের সময়ের রেকর্ড পতন ঘটাচ্ছে। শুধু সময় চুপ
তার কোন প্রতিবাদ নেই, শুধু প্রলোভন আছে, শুধু নিজের
অধিকার আছে, শুধু নিজ আছে, আপন আছে আর শুধুই
প্রলোভন আছে। আমি আছি বলেই সব আছে শুধু এটাই
তার প্রত্যুত্তর ছিল প্রলোভনের তরফ থেকে। আমি বিস্মৃত 
আমার আমি কে দেখে। 

শিলিগুড়ি ।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.