
আমার সবিতা !!
সবিতারা আমার ক্যানভাসে
জন্মের কাণ্ডারি - মৃণ্ময়ী রূপে খ্যাত,
কখনো , গোল্লাছুটের তিলোত্তমার মতো -
কখনো স্নেহের , কখনো বা পরশের বাঁধ ভাঙা যতো ।
তেমনি ,
ওদের আঁকতে গিয়ে যখন দেখি
সমাজ দ্রোহে নেমে আসা উশৃঙ্খল
আমার রঙ তুলি হয় আরও দুরন্ত আরও দুর্জয় আরও চঞ্চল ।
তাই ,
হাজারো ক্ষত বুকে বেঁধে নেওয়া ওরা যেন
আমার ক্যানভাসে চির সোহাগী
চির অপরূপা , চির উজ্জ্বল ।
তথাপি ,
সবিতাদের অধিকারকে ধর্ষণ করে ছেঁড়া জরায়ুর হাতে যখন
এ সমাজ একপেশে শান্তি প্রস্তাব গ্রহন করে ,
অসহায় সবিতাদের মতো আমার , অকেজো কবিতা গুলি
ব্যাঙ্গ বিদ্রুপের অট্ট হাসিতে ফেটে পরে ।
উত্তরবঙ্গ , ভারত ।
khub valo ekti kobita
উত্তরমুছুনসুচিন্তিত মতামত দিন