
অধিকার
আমরা তো মানুষ ছাড়া অন্য কিছু নই
আমাদের তো সাধ আছে, আছে ক্ষুধা
রক্তে মাংসে গড়া একজন মানুষ
তবু কেন আমাদের মেয়ে মানুষ বলে
তাচ্ছিল্য কর...?
আমাদের মানুষ বলতে এত দ্বিধা কেন?
সুযোগ পেলেই অত্যাচার নির্যাতন চালাও
পুরুষ শাসিত সমাজে আর কতদিন
আমরা অপমানে অবহেলিত হয়ে থাকবো?
আমাদের ইচ্ছা আছে, মন আছে
তবে কেন অযৌক্তিক সমাজ
শাসনের চাবুকে ক্ষত বিক্ষত করে...
সমাজ বা রাষ্ট্রের কি নেই কিছু করার?
ঘুনে ধরা সমাজ ব্যবস্থা
ভেঙে বাস্তবের মুখোমুখি দাড়িঁয়ে
চিৎকার করে বলতে ইচ্ছা করে
আমারাও মানুষ আমাদেরও তোমাদের
মতো স্বাধীনভাবে বেচেঁ থাকার
অধিকার আছে......
কলকাতা ।
সুচিন্তিত মতামত দিন