
অপরাধ
প্রত্যেকেই কম বেশি অপরাধপ্রবণ
যাদের মধ্যে এই প্রবণতা অত্যধিক তারা হাসতে হাসতে
খুন জখম এমনকি ধর্ষণ অব্দি করে ফেলতে পারে
আর যারা ভীতু প্রকৃতির তারা রাস্তায় নামে , চিৎকার করে
শোষকের বিরুদ্ধে চোয়াল শক্ত করে শ্লোগান দ্যায়
মোমবাতি জাপটে ধরে রাখে ...
জ্বলন্ত একটি পুংদণ্ড
হাসতে হাসতে ঢুকে পড়ে মিছিলের গর্তে ...
কলকাতা ।
অসাধারণ প্রতিবাদ !!! তোমাকে হাজার সেলাম কবি।
উত্তরমুছুনঅসাধারণ কবিতা লিখেছেন আপনি ---
উত্তরমুছুনসুচিন্তিত মতামত দিন