সুপর্নাঞ্জনা সরকার ( পর্ণা )









বদলে যাওয়া আয়না 



মানুষ হিসাবে নিজেকে বিচার করি বার বার
রাগলে নাকি অমানুষ হই... বন্য... অসহ্যকর... 
ভালোবাসা হই পাগল... অসাধারন প্রেম... জুড়ি মেলা ভার
মনের কষ্ট জ্বালা সুখ... হৃদয়ের রক্তে-লেখা কবিতা উজাড় !
কতবার ছুঁয়ে দেখতে চেয়েছ বাস্তব শরীর
নিরালায় কাঁদে মন, গোপনে রক্ত ঝরে অঝোর
ক্ষমা, আর দেখতে চেওনা ক্ষতবিক্ষত শরীর বিপর্যস্ত
শুনতে চেওনা কান্না বেদনা...অভিমানি গলা অনভ্যস্ত 
মনে হয় বুঝি কমে যাবে যেটুকু বাকি ভালোবাসা পযার্প্ত !
আরও কিছুদিন থাক দূরত্ব বজায়... অপেক্ষা মনোমত
খোলস বয়ে বেড়ায় শামুক ভীত সন্ত্রস্ত
এই বুঝি কেউ মাড়িয়ে যাবে স্বপ্ন শরীর 
আর বুঝি ফেরা হবে না মাটি গড়া দরিদ্র কুঠির !
ইচ্ছা করেই রেখে যাও একা নিঃসঙ্গ বিষণ্ণ দুপুর
চোখের সামনে উজ্জ্বল কিছু বিরক্তি ছবি মন্তব্য ভরপুর 
মেনে-নেওয়া আর মানিয়ে-নেওয়া অসহ্য জীবন...কষ্ট...বেদনা
নিজেকে উলঙ্গ করি অনুভব...কষ্ট-স্মৃতি...কান্না... স্বচ্ছ আয়না !!!

(১১.০৬.২০১৩) ~~~ পর্ণা। ©

দেরাদুন ।


একটি মন্তব্য পোস্ট করুন

3 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

সুচিন্তিত মতামত দিন